এক নজরে
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, পত্নীতলা, নওগাঁ -এর কার্যক্রমের সংক্ষিপ্ত তথ্যাদি
১। ভিডব্লিউবি কার্যক্রম:
সরকার কর্তৃক নির্ধারিত ২২১৪ জন VWB দুঃস্থ মহিলাদের মাঝে দুই বছর মেয়াদী (চলমান) জন প্রতি ৩০ কেজি চাল বিতরণ ও উপকারভোগীদের চুক্তিবদ্ধ এনজিও এর মাধ্যমে Life skill ও I.G.A প্রশিক্ষণ প্রদান করে আত্ম-নির্ভরশীল করা হচ্ছে।
২। মা ও শশিু সহায়তা র্কমসূচি:
২০২২-২০২৩ অর্থ বছর থেকে এ কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রতিটি ইউনিয়ন থেকে ০৬ জন করে নির্বাচন করা হয়।
৩। জয়িতা অন্বেষণে বাংলাদেশ:
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমে উপজেলা পর্যায়ে প্রত্যেক বছর ৫ ক্যাটাগরিতে নির্বাচিত জয়ীতাদের সম্বর্ধনা প্রদান করা হয়।
4। মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম:
মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য দুঃস্থ মহিলাদের মাঝে ৫% হারে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। সুষ্ঠুভাবে ঋণের কিস্তি পরিশোধকারী মহিলাকে ৩ বার ঋণ প্রদান করা যেতে পারে।
5। উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ” শীর্ষক প্রকল্পের কার্যক্রম বর্তমানে সমাপ্ত আছে।
6। নারী ও শিশু নির্যাতন ও মানব পাচার সংক্রান্ত অভিযোগ গ্রহণ:
নারী ও শিশু নির্যাতন ও মানব পাচার সংক্রান্ত অভিযোগ গ্রহণপূর্বক উপজেলা কমিটির মাধ্যমে ব্যবস্থা নেয়া হয়। এছাড়া ইউনিয়ন পর্যায়ে কমিটি রয়েছে যা প্রত্যেক মাসে উঠান বৈঠক ও মিটিং করা হয়।
7। সামাজিক সচেতনতামূলক কার্যক্রম:
বাল্যবিবাহ, যৌন হয়রানী, ধর্ষণ, যৌতুক, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন‘ ২০১০, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মানব পাচার, শিশু শ্রম ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়।
8। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক রেজিষ্ট্রেশনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির তদারকী কার্যক্রম:
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির কার্যক্রমের উপর ভিত্তি করে অনুদান প্রদান এবং কার্যক্রম তদারকীকরণ।
9। কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প: প্রতি ইউনিয়ন ও পৌরসভায় ২০ জন কিশোরী ও ১০ জন কিশোর এবং ইউনিয়ন এবং পৌরসভা প্রতি ১ জন পরিবীক্ষণকারীর সমন্বয়ে কিশোর-কিশোরী ক্লাব সদস্য গঠন করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS